ধুনটে জ্ঞানের দিশারীর ১ম প্রতিষ্ঠা বাষিকী ও ফ্রি ব্লাড গ্রুপিং
ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলার কালেরপড়া ইউনিয়নের আড়কাটিয়ায় জ্ঞানের দিশারী পাঠাগারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফ্রি ব্লড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পাঠাগার প্রাঙ্গনে অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
আড়কাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল হাসানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, বিশেষ অতিথি ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, কর্টন ইউনিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম চান্দু, সমাজসেবক শফিকুল ইসলাম চপল। উল্লেখ্য আড়কাটিয়া জ্ঞানের দিশারী পাঠাগারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি বøাড গ্রæপিং এর সার্বিক সহযোগিতা করেন ধুনট ইছামতি ডায়াগনেষ্টিক সেন্টার। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফ্রি বøাড গ্রæপিং কার্যক্রম পরিদর্শন করেন।