জেলার খবর
বগুড়া পৌর আ’লীগের সভাপতি পদে ৪ ,সম্পাদক পদেও ৪ প্রার্থী
বগুরা প্রতিনিধি: বগুড়ায় উৎসব মূখর পরিবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বীতার জন্য প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করা করেছে। পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির তফসিল অনুযায়ী শুক্রবার সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিলের দিন ছিল। এদিন সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করেন। সভাপতি পদে মনোনয়ন দাখিল কারীরা হলেন, বর্তমান আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, আব্দুল মান্নান আকন্দ, মিজানুর রহমান বকুল ও ফারুক রহমান খান লিটন। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন শাহীন, শেখ শামিম, আবু ওবায়দুল হাসান ববি, সাবেক ছাত্রলীগ নেতা আবু জাফর মোঃ মাহমুদুন্নবী রাসেল মনোনয়ন জমা দিয়েছেন।