বিদেশের খবর

বাবরি মসজিদের সেই জমি পেল রামজন্মভূমি ট্রাস্ট

Spread the love

শেরপুর ডেস্ক: ভারতের বাবরি মসজিদের বিরোধপূর্ণ জমি রামজন্মভূমি ট্রাস্টকে হস্তান্তরে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে, নতুন একটি মসজিদ নির্মাণে ৫ একরের বিকল্প কোনও জমি বরাদ্দের নির্দেশও দিয়েছেন আদালত। ভারতের প্রধান বিচারক রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতির ভিত্তিতে শনিবার এই রায় দেন।
উল্লেখ্য, এক দশক আগে আল্লাহাবাদ হাইকোর্টে হিন্দু ও মুসলমান মকদ্দমাকারীদের মাঝে জায়গাটি আনুপাতিক হারে ভাগ করে দেওয়ার রায় দিয়েছিলেন। পরবর্তী সময়ে ওই বিচারের বিরুদ্ধে দুই পই উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। আল্লাহবাদ হাইকোর্টের ওই রায়ে যৌক্তিকতার অভাব ছিল বলে সুপ্রিম কোর্টের বিচারকরা দাবি করেন। শীর্ষ কোর্ট বলেন, পুরো জমিটিকে সামগ্রিক ভূখন্ড হিসেবে আখ্যায়িত করতে হবে।
নতুন মসজিদ নির্মাণে বিকল্প জমি বরাদ্দের নির্দেশ: মুসলমানদের জন্য নতুন মসজিদ নির্মাণে বিকল্প জমি বরাদ্দের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে অযোধ্যার বিতর্কিত ওই জায়গা রাম মন্দিরের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিমি কোর্ট। একটি ট্রাস্টি বোর্ড গঠন করে আগামী ৩ মাসের মধ্যে ওই জমি হস্তান্তর করে রাম মন্দির নির্মাণে যথাযথ ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে, অযোধ্যাতেই মুসলমানদের জন্য ৫ একরের আলাদা জমিতে মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close