স্থানীয় খবর
শেরপুর প্লাজা ব্যবসায়ী সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
শহর প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে গত ৮ নভেম্বর (শুক্রবার) সকাল ৯ টা হতে বেলা ১২ টা পর্যন্ত শেরপুর প্লাজা ব্যবসায়ী সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে মোট ১১ টি পদের মধ্যে শুধুমাত্র ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া বাকি ৮টি পদে কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্ব›দ্বীতায় প্রার্থীরা নির্বাচিত হন। ৩টি পদের বিপরীতে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। মোঃ আশরাফ আলী ৫৯ ভোট পেয়ে সভাপতি, মোঃ আব্দুর রাজ্জাক ৬৮ ভোট পেয়ে সহ:সাধারণ সম্পাদক, মোঃ আনিছুজ্জামান বাবলু ৬৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী আগামী ৩ বছর নির্বাচিত এই কমিটি তাদের দায়িত্ব পালন করবেন।