স্থানীয় খবর
শেরপুর শহরে দিনদুপুরে দোকানে দুঃসাহসিক চুরি!
ষ্টাফ রির্পোটারঃ বগুড়ার শেরপুর শহরের শান্তিনগর এলাকায় সততা রেফ্রিজারেশন নামের একটি দোকানে বরিবার দিন দুপুরে দুঃসাহসিক চুরি হয়েছে। দোকানের প্রোপাইটার সেলিম রেজা জানান চোরেরা ক্রেতা সেজে বেলা ৩ টার দিকে দোকানে প্রবেশ করে বিদ্যূতের এক কোয়েল তার চুরি করে নিয়ে গেছে। চুরির দৃশ্য সিসি ক্যামেরায় স্পষ্টভাবে ধারন করা রয়েছে। এ ব্যাপারে শেরপুর টাউন পুলিশ ফাঁড়িকে অবহিত করা হলে সন্ধ্যায় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হারুনর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।