শেরপুরে এন্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রনে সচেতনতা সংযোগ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে স্বপ্ন ছোঁয়ার সিড়ির উদ্দ্যোগে এই প্রথম এন্টিবায়োটিক/স্টেরয়েড ব্যবহার নিয়ন্ত্রনে, জীব নিরাপত্তা ও বর্জ্যব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা সংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১০ নভেম্বর বিকালে খানপুর ইউনিয়নের খানপুর পূর্বপাড়া গ্রামে পল্লী চিকিৎসক রফিক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ভেটেরিনারি সার্জন পিএএ ডা.আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী কুষ্ঠিয়ার স্বপ্ন ছোঁয়ার সিড়ির উদ্দ্যোক্তা সাইফুল ইসলাম, উদ্দ্যোক্তা কায়কোবাদ। উদ্দ্যোক্তা সাদ্দাম হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উদ্দ্যোক্তা জাকারিয়া, হোসেল, বাদশা, জুয়েল প্রমুখ। এ সময় বক্তব্যে ডা.আবু রায়হান বলেন, দেশি মুরগির বাণিজ্যিক চাষ এন্টিবায়োটিক (অগজ), স্টেরয়েড মুক্ত নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে স্বপ্ন ছোঁয়ার সিড়ি মডেল সারা বাংলাদেশের জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে।