শেরপুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটারঃ বগুড়ার শেরপুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা ১২ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ন কবির, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: খাদিজা খাতুন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ আলী মুন্টু, শফিকুল ইসলাম রাঞ্জু, আবু সাইদ, আলহাজ্ব শাহ আলম পান্না,শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব,তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক প্রমুখ। সভায় শেরপুর উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।