জেলার খবর

সান্তাহারে সনাতন ধর্মাবলম্বীদের রাস পূজা পালিত

Spread the love

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি: সান্তাহার,বশিপুর হিন্দুপাড়ায় অবস্থিত হিন্দু সম্প্রদায়ের ১০০ তম রাসপূজা পালিত হচ্ছে। ঐতিহ্যবাহী এই রাস পূজায় এবার মন্ডপে যুদ্ধের কাহিনী ও পুরাকীর্তির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দিনগত রাতে সান্তাহার,বশিপুর,হিন্দুপাড়া পূজা মন্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো। এ পূজার বিশেষ আকর্ষণ দিনের আলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসতে থাকেন। রাত যত গভীর হয় তত জনসমাগম বাড়ে। রাসপূজার সভাপতি শ্রী তাপস সরকার বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে আমার জানা মতে, রাস পূজা খুব কম হয় । তিনি আরো বলেন এ পূজায় অনেক দূর থেকে দর্শনার্থীরা আসেন। পূজার আগত হিন্দু ধর্মাবলীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রাস পূজা দেখতে আসা সান্তাহার বড় আখিড়া গ্রামের শুভ চক্রবত্তী জানান সান্তাহার বশিপুর সার্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে রাসপূজা খুবই জনপ্রিয়। এ পূজা উপলে গোটা গ্রামকে সাজানো হয় বর্ণিল সাজে। চোখ ধাঁধানো আলোকসজ্জা সহ গ্রামে বিভিন্ন স্থানে তৈরি করা হয় গেট, প্যান্ডেল ইত্যাদি। তিনি আরও বলেন, বর্ণিল এ আয়োজন দেখতে বাংলাদেশেরর বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী ছুটে আসেন। তবে রাতেই বেশি লোকের সমাগম হয়। মূলত রাসপূজা রাতের পূজা। সম্প্রীতির বার্তা দিতেই রাসপূজায় প্রতিবছরে দুর্গাপূজার ঠিক এক মাস পর বাংলা কার্তিক, ইংরেজি নভেম্বর মাসে আয়োজিত হয় তিন দিনব্যাপী রাস পূজা। সমগ্র এলাকায় আর কোথাও বশিপুর হিন্দুপাড়ার মতো এতোটা জাঁকজমকর্পূণভাবে রাস পূজা উদযাপিত হয় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close