জেলার খবর
বগুড়ার ৪ এস আই হলেন পুলিশ পরিদর্শক
বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ৩৩৭ জন উপ-পরিদর্শক (এসআই) কে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি ও বদলী করা হয়েছে। ১২ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তাদের পদোন্নতি ও পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ পরিদর্শকদের মধ্যে বগুড়া জেলার ৪ জন এস আই রয়েছেন। তারা হলেন, জেলা বিশেষ শাখার( ডিএসবি) এম এম সাইফুল ইসলাম, সদর থানার সুমন কুমার, কাহালু থানার রুহুল আমিন এবং আদমদিঘী থানার মহাদেব সরকার। পদোন্নতি পাওয়ায় এম এম সাইফুল ইসলাম, সুমন কুমার ও রুহুল আমিনকে রংপুর রেঞ্জ এবং মহাদেব সরকারকে ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ পদায়ন করা হয়েছে।