বগুড়ায় বিপুল পরিমাণ প্রাচীন ধাতব মুদ্রা সহ ৯ প্রতারক গ্রেফতার
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধাতব প্রাচীন মুদ্রা ও ৩ টি নকল ধাতব মেটাল সহ আন্তর্জাতিক প্রতারক চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতার হওয়া প্রতারক চক্রের সদস্যরা হলেন- বগুড়া সদর উপজেলার লতিফপুর কলোনী এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে আজিজর রহমান (৪৫), শহরদীঘি এলাকার সমজান আলীর ছেলে লিটন প্রাং (৩৫), শিবগঞ্জ উপজেলার মৃত দারাজ আলীর ছেলে রুহুল আমিন (৫২), সৈয়দপুর ভাটরা এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ সাইদুর রহমান (৫০), নরিয়াল শিয়ালী এলাকার নবাব আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), গাবতলী উপজেলার তরফসরতাছ এলাকার ছবেদ আলীর ছেলে আবু নাছের (৪০), পদ্দপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে রোকন উদ্দিন গুটুল (৫০), শাজাহানপুর উপজেলার জোড়ামালা এলাকার নেসির উদ্দিনের ছেলে গোলাম রব্বানী (৪০) ও জয়পুরহাট জেলার কালাই উপজেলার ছবির আলীর ছেলে বাছেদ আলী (৩৮)। বগুড়া ডিবি কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে কিছু ব্যক্তি বৈদেশিক ধাতব মুদ্রা ক্রয়-বিক্রয় করছে এমন তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন জনকে গ্রেফতার করে ডিবি। এরপর রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের মোট নয় সদস্যকে ৫৮টি কষ্টির ধাতব প্রাচীন মুদ্রা ও ৩ টি নকল ধাতব মেটাল সহ আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরা চালানের সাথে জড়িত মোট নয় জনকে বিপুল পরিমাণ ধাতব প্রাচীন মুদ্রা ও ৩ টি নকল ধাতব মেটালসহ আটক করা হয়। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।