বগুড়ায় শিশু ধর্ষণের অভিযোগে পান ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নাছির শেখ (৩৫) নামের এক পান ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে শহরের খান্দার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে খান্দারের মীর কাশেম শেখের পুত্র। ধর্ষণের শিকার ওই শিশুটি শহরের একটি প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিার্থী।
পুলিশ জানায়, শিশুটিকে একা পেয়ে নাছির জোড়পূর্বক তার বাড়িতে নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় সে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে ঘটনাটি প্রকাশ করে। তখন শিশুটির পরিবার নাছিরের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে খান্দার এলাকা থেকে নাছিরকে গ্রেফতার করে।
সদর থানার ওসি বদিউজ্জামান জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। শিশুটিকে স্বাস্থ্য পরীার জন্য বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।