সীমাবাড়ীতে রাসপূর্ণিমার ভক্তবৃন্দের সাথে ইউএনও’র শুভেচ্ছা বিনিময়
সীমাবাড়ী সংবাদদাতা: বগুড়া জেলার শেরপুর উপজেলার বেটখৈর গ্রামে ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের রাসপূর্ণিমার অষ্টপ্রহরের সমাপণী দিনে সমবেত ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ। এসময় আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ রায়হান, পরিসংখ্যান অফিসার সুজন বাবু , পি আই ও মমিনুর রহমান। ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী সহ উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ইউ এন ও কে স্বাগত জানান। সংপ্তি বক্তব্যে হিন্দু সম্প্রদায়কে মহাপ্রভু শ্রী কৃষ্ণের শুভেচ্ছা জানিয়ে ইউএনও বলেন, আমরা বাংলাদেশের মানুষ নিজ নিজ ধর্ম পালন করি আবার অন্য ধর্মের উৎসবে যোগ দেই, এই অসাম্প্রদায়িক সংস্কৃতিই আসলে আমাদের বৈশিষ্ট। এটাই আমাদের জাতির পিতার সংস্কৃতি, মুক্তিযুদ্ধের সংস্কৃতি। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, কোন অপশক্তি যাতে সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা তথা তথ্যপ্রযুক্তি-নির্ভর উন্নত আধুনিক বাংলাদেশ গড়তে দল-মত-জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে ইউএনও লিয়াকত বলেন, মাদক-জুয়া,ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি অপরাধে লিপ্ত হওয়া যাবেনা, অন্য কেউ যাতে এ সকল অপরাধে লিপ্ত না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। তিনি সকলকে মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধে উজ্জীবিত হবার আহবান জানান।