ধুনটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ধুনট(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার ধুনটে ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্্রাসা ও কারিগরি শিা ক্রীড়া সমিতির আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান সোমবার বিকেলে ধুনট সরকারী এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনি অনুষ্ঠানে ধুনট সরকারী এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় বনাম সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ফুটবল খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা এসএম জিন্নাহ, ধুনট সরকারী এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মশিউর রহমান, পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নান, সাবেক কাউন্সিলর আল আমিন তরফদার সহ বিভিন্ন স্কুল, মাদ্্রাসা ও কারিগরি স্কুলের প্রধান শিক প্রমূখ। খেলা শেষে অংশ গ্রহনকারীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।