ভাঙনের মুখে এলডিপি!
শেরপুর ডেস্ক: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২০৩ সদস্যে বিশিষ্ট দলের জাতীয় নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করেছে । গত ৭ মাস ধরে দলের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত না থাকার অভিযোগে দলটির ঘোষিত এই কমিটিতে সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে রাখা হয়নি। একারণে শাহাদাত হোসেন সেলিম সহ এলডিপির বেশ কয়েক নেতা খুব শিগগির বিএনপিতে যোগ দেবেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। আর সেলিম দল থেকে বের হয়ে গেলে এলডিপি ভাঙনের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন দলটির নেতাকর্মীরা। তবে শাহাদাত হোসেন সেলিমকে দলে কোন পদে না রাখলেও এলডিপি থেকে বহিষ্কার করা হয়নি।
এলডিপি সভাপতি অলি আহমদের স্বারে দলটির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয় জানানো হয়। এলডিপির মহাসচিব হয়েছেন রেদোয়ান আহমেদ। আর ১৭ জন সভাপতিমন্ডলী, ২১ জন সহসভাপতি, ২১ জন উপদেষ্টামন্ডলী, ৭ জন যুগ্ম মহাসচিব, কোষাধ্য, সম্পাদকীয়, সহ-সম্পাদকীয় সহ ১২৬ সদস্যের নির্বাহী সদস্যের নামও প্রকাশ করা হয়েছে ওই তালিকায়।
সেলিমকে পদে না রাখার বিষয়ে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ বাংলাদেশ জার্নালকে বলেন, গত ছয় থেকে সাত মাস ধরে শাহাদাত হোসেন সেলিম দলের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন না। আর আমাদের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, যারা দলের সাথে এবং দলের কাজের সাথে সম্পৃক্ত নেই তাদেরকে পদে রাখা হবে না। আর এলডিপি সভাপতি অলি আহমেদকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জন্য সভায় দায়িত্ব দিয়েছিলেন। সুতরাং এবিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তিনিই।
শাহাদাত হোসেন সেলিমের বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে রেদোয়ান বলেন, এব্যাপারে আমি কিছু জানি না। জানতে চাইলে শাহাদাত হোসেন সেলিম বলেন, আমি প্রায় তিন মাস দলে অনুপস্থিত ছিলাম। একারণে হয়তো আমাকে পদে রাখা হয়নি। তবে আমি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি না।
শোনা যাচ্ছে আপনি বিএনপিতে যোগ দিচ্ছেন- এই প্রশ্নে জবাবে সেলিম বলেন, সেবিষয়ে কিছু বলতে পারবো না। তবে আমার অবস্থান অবশ্যই জাতীয়তাবাদীর শক্তির পইে হবে।