স্থানীয় খবর
শেরপুরের ভাটরায় জমিতে বিষ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
ষ্টাফ রির্পোটারঃ বগুড়ার শেরপুরে ধানের জমিতে বিষ দিতে গিয়ে আব্দুল মজিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মজিদ শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত নবির প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী জানান, কৃষক মজিদ সোমবার বিকালে তার নিজের জমিতে ¯েপ্র মেশিন দিয়ে বিষ প্রয়োগের সময় অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।