প্রধানমন্ত্রী বগুড়ার আরও তিনটি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন
বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফান্সের মাধ্যমে বগুড়ার আরও তিনটি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন। বুধবার সকাল ১০ টায় বগুড়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া জেলার শেরপুর, গাবতলী ও শিবগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যূতায়নের উদ্বোধন করেন। এর আগে বগুড়ার আরও ৭ উপজেলা শতভাগ বিদ্যূতায়নের আওতায় আসে।
প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যূতায়নের উদ্বোধন ঘোষনার পর উপস্থিত অতিথিবৃন্দ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাখা পৃথক তিনটি ফলক উম্মোচন করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বগুড়া ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান,জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদ, বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা: মকবুল হোসেন,সাধারন সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু,বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন প্রমুখ।