দেশের খবর

উড়োজাহাজে উড়ে দেশে এলো ২২৫ গরু!

Spread the love

শেরপুর ডেস্ক: শুধু মানুষ নয়, এবার উড়োজাহাজে উঠল গরুও। অস্ট্রেলিয়া থেকে পণ্যবাহী উড়োজাহাজে বাংলাদেশে এসেছে ২২৫টি গরু। উন্নত প্রযুক্তিভিত্তিক ডেইরি ফার্মের জন্য দেশের খ্যাতনামা কৃষিভিত্তিক শিল্পগোষ্ঠী ইয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইয়ন বায়ো সায়েন্স লিমিটেড এসব গরু এনেছে। দীর্ঘ যাত্রায় কোনো ধরনের বিপত্তি ছাড়াই গরুবাহী উড়োজাহাজটি নিরাপদে ঢাকায় এসে পৌঁছেছে বলে বিমানবন্দর সূত্র জানায়। ইয়ন বায়ো সায়েন্স কর্মকর্তারা জানিয়েছেন, অস্ট্রেলিয়ান গরুগুলো পুরোপুরি সুস্থ আছে।
বুধবার ভোর সোয়া ৫টায় গরু নিয়ে অস্ট্রেলিয়ার এটলাস এয়ারের কার্গো উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগের দিন স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দর থেকে কার্গো ফাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
জানা যায়, ইয়ন গ্রæপ গরুর খাদ্য উৎপাদনের জন্য ২৫০ একর জমিতে ভুট্টা চাষ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি নিজস্ব মিলে দানাদার খাদ্য উৎপাদন করছে। প্রতিষ্ঠানটি পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্র, তুরস্ক, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ঘুরে খামার পরিদর্শন করেছে। এরপর উন্নত প্রযুক্তির খামার গড়ে তুলেছে।
নিউ ইয়র্কভিত্তিক পণ্য ও যাত্রী বিমান সংস্থা এটলাস এয়ারের কার্গো ফাইটের বিশ্বজুড়ে প্রাণী পরিবহন, বিশেষ করে অস্ট্রেলিয়ান গবাদি পশু পরিবহনে বেশ সুনাম আছে। গ্রিক পুরাণের দেবতা টাইটান এটলাসের নামে নামকরণ বিমান সংস্থাটি ১২৩ টি উড়োজাহাজের বিশাল বহর নিয়ে বিশ্বের ১১৯ টি দেশে ৪২৫ টি গন্তব্যে চলাচল করে। বাংলাদেশে সংস্থাটির যাত্রীবাহী ফাইট নেই, শুধু বিশেষ কার্গো ফাইট পরিচালনা করে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close