রাজনীতি
বিএনপি এখন কথামালার রাজনীতি করছে: ওবায়দুল কাদের
শেরপুর ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন কথামালা রাজনীতিতে পরিণত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব েেত্রই ব্যর্থ। তিনি আন্দোলনে ব্যর্থ। তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তির বিষয়ে একটা আন্দোলনও গড়ে তুলতে পারেনি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব ঠিক করবেন কাউন্সিলররা আর সবার উপরে আমাদের নেত্রী শেখ হাসিনা রয়েছেন।