জেলার খবর
কৃষকলীগের কেন্দ্রীয় নেতা ইমারত আলী আর নেই
বগুড়া প্রতিনিধি: কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক তেমজুর বিষয়ক সম্পাদক আলহাজ¦ ইমারত আলী আর নেই। তিনি বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না………….রাজিউন)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বুকে ব্যথা অনুভব করলে তাঁকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাঁর অবস্থা অবনীতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টায় তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ২স্ত্রী, ৫ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) বাদ জুম্মা বগুড়া জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা গ্রামে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মন্জু উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।