বগুড়ায় চুরি যাওয়া নবজাতক শিশু উদ্ধার
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক শিশুকে শহরের চকলোকমান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ শিশুটিকে উদ্ধারে ব্যাপক তল্লাশী অভিযান শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের চকলোমান মধ্যপাড়াস্থ ফারুক হোসেন এর বাড়ী থেকে শিশুটিকে উদ্ধার করেন। চুরির ঘটনায় জড়িত আসামি রেশমা খাতুন(৩২)কে আটক করে।
বৃহস্পতিবার রাতে শিশুর বাবা সৌরভ সাকিদার ও মা নাহিদার কাছে চুরি যাওয়া শিশুটিকে হস্তান্তর করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএমবার । শিশুটির গরীব পরিারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি। তাদের বাড়ী কাহালু উপজেলার নলঘরিয়া গ্রামে । শিশুটির পিতার অনুরোধে পুলিশ সুপার শিশুটির নাম রখেন নাবিল সাকিদার।
উল্লেখ্য, গত বুধবার ১৪ নভেম্বর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর গাইনী ওয়ার্ডের ও,টি,তে জন্মের পর পরই অজ্ঞাতনামা মহিলা চোর শিশু ওয়ার্ডে ভর্তির কথা বলে নব জাতক শিশুকে চুরি করিয়া নিয়ে যায়।
বগুড়া সদর থানা অফিসার ইনাচার্জ বদিউজ্জামান জানান আটক মহিলার বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার ও দমন আইনের১০(২)/৮ মামলা রজু করা হয়েছে।