শেরশাহ নিউ মার্কেট মালিক কমিটির নির্বাচন সম্পন্ন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে শেরশাহ্ নিউ মার্কেট মালিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন এক আনন্দঘন পরিবেশে সুষ্ঠ ও নিরপেভাবে সম্পন্ন হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার শেরশাহ নিউ মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত নির্বাচনে ১১টি পদে ৩ জন বিনা প্রতি›দ্বীতায় নির্বাচিত হয় এবং ৮ টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড. কাজী নজরুল ইসলাম ফলাফল ঘোষণাকালে জানান, শেরপুর শেরশাহ নিউ মার্কেট মালিক কমিটর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুর রশিদ (দেয়াল ঘড়ি প্রতিকে) ৪৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে চঞ্চল হোসেন (মোমবাতি প্রতিকে) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন (গোলাপ ফুল প্রতিকে) ৪৩ ভোট, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান (টিউবয়ের প্রতিকে) ৩৭ ভোট, কোষাধ্য আজিজুর রহমান (কবুতর প্রতিকে) ৩৮ ভোট, ধর্মীয় সম্পাদক আলহাজ্ব আনোয়ারুল হক পান্না (টুপি প্রতিকে) ৩৭ ভোট, নির্বাহী সদস্য সৈয়দ রেজাউল হাবিব (রিপন) (মই প্রতিকে) ৪৯ ভোট ও সেলিম সেখ (রিক্সা প্রতিকে) ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং বিনা প্রতিদ্বন্দিতায় সহ-সভাপতি পদে আব্দুস ছালাম. প্রচার সম্পাদক আশিকুর রহমান আসিফ ও দপ্তর সম্পাদক পদে আলহাজ্ব ইসহাক আলী নির্বাচন হয়েছেন। সকাল ৮ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটাররা ভোট প্রয়োগ করেন। মোট ৮৩ টি ভোটের মধ্যে ৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানিয়েছেন।