মেঘনায় জেলেদের জালে পাঁচ মণ ওজনের পানপাতা মাছ
শেরপুর ডেস্ক: ভৈরবের মেঘনায় জেলেদের জালে পাঁচ মণ ওজনের একটি বিশাল পানপাতা মাছ ধরা পড়েছে। শনিবার বিকালে পৌর শহরের পলতাকান্দা গ্রামের জেলে আলমগীর হোসেনের জালে মাছটি ধরা পড়ে।
জেলেদের দাবি, পানপাতা মাছটি এক লাখ টাকায় বিক্রি করতে পারবেন তারা । বিশাল আকারের মাছটি সন্ধ্যায় নৈশ মৎস্য আড়তের মনির এন্টারপ্রাইজের মালিক রাজু বেপারী কাছে নিয়ে আসেন তারা। মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। রাত সাড়ে ১১ টা পর্যন্ত আড়তে ক্রেতারা মাছটির দাম ৬৫ হাজার টাকা পর্যন্তবলেছে। পৌর শহরের পলতাকান্দা গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, দীর্ঘ দিন ধরে মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রতিদিনের মত শনিবার দুপুরে নদীতে জাল ফেলেন তিনি সহ তার সহযোগীরা। পরে মাছ ধরতে জাল টেনে কাছে আনার সময় জালে বড় কিছু একটা ধরা পড়েছে বলে টের পান তারা। ফলে আস্তে আস্তে জাল টেনে কৌশলে বিরল প্রজাতির পানপাতা মাছটি ধরতে সম হন। মাছটি লাখ টাকা বিক্রি করবে এই প্রত্যাশা জেলের।