দেশের খবর

আশ্রয়হীন মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিলেন রায়গঞ্জের ইউএনও

Spread the love

রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পৌর শহরের হাসিল রঘুনাথপুর ব্রগাছা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ শুকুর মাহমুদ। জীবনের পড়ন্ত বেলায় আশ্রয় হারিয়ে ফেলেন স্বাধীনতা যুদ্ধের এই বীর মুক্তিযোদ্ধা। সদ্য বাংলাদেশের জন্মদাতার একজন শুকুর মাহমুদ সবকিছু উজাড় করে দিয়ে নিজে আশ্রয়হীন জীবনযাপনের করুন, মর্মান্তিক এই ঘটনায় ব্যাকুল উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমান। বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদকে চা চক্রের আমন্ত্রণ জানান ইউএনও, চা চক্র শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়ে ঐতিহাসিক ঘটনার অবতরণ করেছেন নির্বাহী অফিসার শামীমুর রহমান। ১৯৭১ সাল রক্তঝরা ৯ মাসের যুদ্ধ সমগ্র বিশ্বে অবস্মরণীয় ইতিহাস সৃষ্টিকারী একজন শুকুর মাহমুদ।
জানা যায়, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমান। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আত্ম বলিদানকারী হতাহত বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে ইতিহাস ভূক্ত হলেও ভাগ্য পরিবর্তন করতে পারেননি। সহায় সম্পদহারা উদ্যমী মোঃ শুকুর মাহমুদ।
স্বাধীনতা যুদ্ধে অবদানের মত অবদান রাখছেন পরিবার পরিজনের কাছে। জীবনের দীর্ঘসময় ব্যয় করলেন দেশ , মানুষ ও আত্মীয়-স্বজনদের জন্য। স্ব-নামে থাকা জায়গা জমিটুকু প্রদান করেন সন্তানদের। আশ্রয়হীন মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ জীবনের অবশিষ্ট দিনগুলো পার করতে একটি ঘরের প্রয়োজন হলেও পূরণ করেননি স্থানীয় রাজনৈতিক সমাজসেবক, ব্যবসায়ী, গুণীজন কোন সরকারী, বেসরকারী সহায়তার পরশ পাথরটি তার ভাগ্যে জোটেনি। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর এই মুক্তিযোদ্ধার মাথা গোজার জন্য আশ্রয়স্থল পেতে ব্যাকুল, দিশেহারা, ুধার্ত মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের চলমান জীবনের চাকা পরিবর্তন হয়ে যায় জমি আছে বাড়ি নেই প্রকল্পের মাধ্যমে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমান বদান্যতার জ্বলন্ত এক ইতিহাস এর কারনে আঁধা পাকা ঘরের বাসিন্দা শুকুর মাহমুদ কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী, রাজশাহী বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জের জেলা প্রশাসক, পদস্থ্য কর্মকর্তা ও নির্বাহী অফিসার শামীমুর রহমানের কারনে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় সারাদেশের ল ল মানুষকে মানবিক সহায়তার ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসারের কারনে ব্যাপক সহায়তা পেলেন এই মুক্তিযোদ্ধা। বীর এই মুক্তিযোদ্ধার আশ্রায়ন নির্মাণ করে দেওয়ায় সাধারণ মানুষের মনোস্পটে অবিস্মরণীয় ব্যক্তি শামীমুর রহমান। চতুরদিকে ছড়িয়ে পড়েছে নির্বাহী অফিসারের ক্রমাগত সুকর্মের প্রশংসা। সরকার ও প্রজাতন্ত্রের পদস্থ্য কর্মকর্তারা নির্বাহী অফিসার জনহিতকর কাজের ধারাবাহিকতা আগামী দিনে অব্যাহত রাখতে উৎসাহ প্রশংসার মাধ্যমে পুরস্কৃত করছেন নির্বাহী কর্মকর্তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close