শেরপুরে এক বছরে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু
ষ্টাফ রির্পােটার:: বগুড়ার শেরপুর উপজেলায় এক বছরে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫৩১ জন। এছাড়া অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ১১৬ টি। শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন সূত্রে জানা যায় ঢাকা বগুড়া মহাসড়কের প্রায় ২৬ কিলোমিটার অংশ শেরপুর উপজেলার মধ্যে দিয়ে অতিক্রম করেছে যার ফলে সড়ক দুর্ঘটনার সংখ্যা কিছুটা বেশি। ২০১৮ সালের অক্টোবর মাস হতে ২০১৯ সালের নভেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫৩১ জন। এছাড়া অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ১১৬টি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান, অগ্নিকান্ডে ৪৩ লাখ ৯৫ হাজার টাকার সম্পদ পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ২ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার টাকার সম্পদ উদ্ধার করেছে। এছাড়া ৯৩ টি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।