অলিকে চাপে ফেলার কৌশল বিএনপির
শেরপুর ডেস্ক: ‘জাতীয় মুক্তি মঞ্চ’ তৈরি করে বিএনপিকে চাপে ফেলেছিলেন এলডিপি সভাপতি ড. অলি আহমদ। কিন্তু এবার সুযোগ পেয়ে সেই অলিকে চাপে ফেলার কৌশল নিয়েছে বিএনপি। এলডিপির ‘বিদ্রোহী’ নেতাদের একই নামে পাল্টা দল গড়তে সবুজ সংকেত দিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। সে অনুয়ায়ী এলডিপি থেকে বেরিয়ে যাওয়া নেতারা সংবাদ সম্মেলন করে সোমবার অলির প্রতি আনাস্থা ব্যক্ত করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সুবিধাজনক সময়ে এরপর ঘোষণা দেওয়া হবে পাল্টা ‘এলডিপি’র।
সূত্র মতে, বিএনপির সঙ্গে সম্পর্কোন্নয়ন না ঘটালে কিংবা জাতীয় মুক্তি মঞ্চ বিলুপ্ত না করলে প্রয়োজনে নতুন ‘এলডিপি’কে স্বীকৃতি দিতে পারে বিএনপি। আর তেমনটি হলে ২০ দলীয় জোট থেকে ছিটকে পড়তে পারেন অলি আহমদ।
এসব বিষয়ে জানতে চাইলে অলি আহমদ বলেন, ‘বিএনপির কারো সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। কারণ আমি এলডিপি গোছানোর কাজ করছি।’ তিনি বলেন, ‘মনোনয়ন না পাওয়া ুব্ধ কয়েকজন নেতা এবং সংগঠনকে সময় না দিয়ে নিজের কাজে ব্যস্ত ছিলেন এমন নেতাদের দল থেকে বাদ দেওয়া হয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে বলেন, ‘২০ দলীয় জোট এখনো ভাঙেনি। তবে নানা মাধ্যমে আমরা কিছু খবর পাচ্ছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জোটের মধ্যে কোনো সংকট থাকলে ২০ দলীয় জোটের বৈঠক ডাকলেই এটি স্পষ্ট হয়ে যাবে।’