শেরপুরে মহাসড়কের ভূমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া-রংপুর মহাসড়কে ফোরলেন উন্নীত করণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপুরণের দাবীতে সোমবার বগুড়ার শেরপুর পৌর শহরে বেলা ১০টায় মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ ভূমি মালিক ও ব্যবসায়ীরা।
এতে শেরপুর পৌর শহরের ক্ষতিগ্রস্থ ১০৮ জন ভূমি মালিক ও ব্যবসায়ীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ ভূমি মালিক স্বার্থ সংরণ কমিটির আহবায়ক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, বিএইচএম কামরুজ্জামান রাফু,আলহাজ্ব শহিদুল ইসলাম, মোকাররিম হোসেন রবি, আলহাজ্ব নুরুল ইসলাম মন্ডল, অরুপ কুন্ডু, আলহাজ্ব জালাল উদ্দিন প্রমুখ।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা, মহাসড়কের ফোর লেন প্রকল্পের ভূমি অধিগ্রহনে ২০১৭ সালের ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী বর্তমান শ্রেনী অনুযায়ী ক্ষতিপুরণ দাবী করেন। তা না হলে তারা সহায় সম্বল হারিয়ে চরম ভাবে ক্ষতিগ্রস্থ হবেন বলে জানান।