ধুনটে প্রতিপক্ষরে হামলায় শিার্থী সহ আহত ৩
এম.এ রাশেদ ঃ বগুড়ার ধুনটে প্রতিপক্ষের পরিবারের মারপিটে ব্রাক শিক্ষার্থী সহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার মথুরাপুর গ্রামের গরু ব্যবসায়ী ফরিদুল ইসলাম (৪৫), তার স্ত্রী জাহানারা খাতুন (৩৫) ও ছেলে স্থানীয় ব্রাক স্কুলের শিার্থী জিহাদ হোসেন (৮)।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে গরু ব্যবসায়ী ফরিদুল ইসলামের সাথে ভাই বাবুল আকতারের দির্ঘদীন যাবত বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে গত ১৬ নভেম্বার ২০১৯ শনিবার সন্ধ্যায় বাবুল আকতারের পরিবারের লোক জন দেশীয় অস্ত্র, লাঠি, সোডা নিয়ে ফরিদুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। এসময় ফরিদুল ইসলামের স্ত্রী জাহানার খাতুনের কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ফরিদুল ইসলাম ও তার ছেলে স্থানীয় ব্রাক স্কুলের তৃতীয় শ্রেনীর শিার্থী জিহাদ হোসেন প্রতিবাদ করে। এ ঘটনায় ফরিদুল ইসলাম বাদি হয়ে রবিবারে বাবুল আকতার সহ ৪ জনকে অভিযক্ত করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে ২ ভাইয়ের মধ্যে মারামারি ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।