ধুনটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা
ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছে স্বামী মিঠু আহম্মেদ। এ ঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শনিবার বিকালে উপজেলার তারাকন্দি গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযোগ ও বাদি সুত্রে জানা যায়, উপজেলার তারাকান্দি গ্রামের পশ্চিম পাড়ার বালাই মোল্লার ছেলে মিঠু আহম্মেদ ২০১২ সালে একই গ্রামের মৃত আব্দুস সালাম মন্ডলের মেয়ে সালেহা বেগম ওরফে ঝুড়িকে বিবাহ করে। বৈবাহিক জীবনে তাদের সংসারে মরিয়ম খাতুন(০৩) নামের এক কন্যা সন্তানের জন্ম হয়। দাম্পত্য জীবনে স্বামী মিঠু মিয়া তার স্ত্রীকে নানা সময় শারিরিক ও মানসিক নির্যাত করে আসছিলো। এ অবস্থা চলাকালে গত ১৬ নভেম্বার ২০১৯ শনিবার বিকেলে স্ত্রী সালেহাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এলোপাথারী মারপিট করে এবং তার সাথে আর সংসার করবে না মর্মে অবগতকরে। এর একপর্যায়ে স্ত্রী সালেহার শ্বাষরোধ করে হত্যার চেষ্টা করে স্বামী মিঠু আহম্মেদ। পরে সালেহার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসা শেষে সোমবার সকালে সালেহা তার বাবার বাড়িতে যায়। এ ঘটনায় সালেহা বেগম ঝুড়ি বাদি হয়ে তার স্বামীসহ ৩জনকে আসামী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ধুনট থানার অফিসার উনচার্জ ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।