শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট গোটাবায়া
শেরপুর ডেস্ক: দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গোটাবায়া রাজাপাকসে। তিনি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই। শনিবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সোমবার প্রধান বিচারপতি তাকে শপথবাক্য পাঠ করান।
নির্বাচনে মূলত লড়াইটা হয়েছে রাজাপাকসে ও প্রেমাদাসা পরিবারের মধ্যে। নির্বাচনের ফল বলছে, তামিল গেরিলাদের হারিয়ে ২৬ বছরের গৃহযুদ্ধ অবসানের নায়ক ৭০ বছর বয়সী গোটাবায়া রাজাপাকসে ৫২.২৫ শতাংশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫২ বছরের সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৪৫.২ শতাংশ ভোট।
বৌদ্ধ অধ্যূষিত দেশটির উত্তর-পূর্বাঞ্চলের অনুরাধাপুরায় অবস্থিত ঐতিহাসিক রুয়ানবেলি সেয়া বৌদ্ধ মন্দিরে শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া গোটাবায়াকে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে প্রথমবারের মতো একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা দেশটির প্রেসিডেন্ট হলেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই জয়ী হওয়ার ঘোষণা দিয়েছিলেন গোটাবায়া রাজপাকসে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি জাতীয় নিরাপত্তা ও নিরপে পররাষ্ট্রনীতিকে তার সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে ঘোষণা দিয়েছেন।