শেরপুরে কেক তৈরীর কারখানায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
বগুড়ার শেরপুর হাসপাতাল রোডের ইসলামপুর এলাকায় বুধবার দুপুর ২ ঘটিকার দিকে একটি কেক তৈরীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। গ্যাসের সিলিন্ডার থেকে সূত্রপাত হওয়া অগ্নিকান্ডের ফলে ৩টি রুম সহ ফ্যাক্টরিতে থাকা কাঁচামাল আগুনে পুড়ে যায়।
এ ঘটনায় শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, ফ্যাক্টরির ভেতর মজুদকৃত কাঁচামালের উপর টিন খুলে ভেতরে ভেঙে পড়ে এবং প্রচন্ড ধোঁয়ায় আগুন নেভাতে অনেকটা সমস্যার সৃষ্টি হয়। তবে এ অগ্নিকান্ডের ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফ্যাক্টরির প্রোপাইটর নাজমুল হক আগুন নেভাতে গিয়ে আগুনের তাপে তার শরীরের কয়েকটি স্থান ঝলসে যায়। সে শেরপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
দুই বোন হোম কেক ফ্যাক্টরির প্রোপাইটর নাজমুল হক জানান, গ্যাস সিলিন্ডারের পাইপ দূর্বল থাকার কারনে এ দূর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।