জেলার খবর

অর্থনীতির উন্নয়নে নারীরাও গুরুত্বপূর্ণ অবদান রাখছে – জেলা প্রশাসক

Spread the love

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, নারীদের ভাগ্যোন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার নানামূখী কাজ করে যাচ্ছেন। সেই সাথে নারীরাও দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, সরকারের পাশাপাশি আশিয়াব প্রকল্পটি যেভাবে নারী উদ্যোক্তা তৈরি করছে তা অবশ্যই প্রশংসার দাবীদার। তাদের মত অন্যান্য সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। তাহলেই দেশ আরও এগিয়ে যাবে। মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা চত্ত¡রে এমএম ডাবিøউ ডাবিøউ প্রকল্প, আশিয়াব কর্তৃক বাস্তবায়িত এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং নেদারল্যান্ড অর্থায়নে মেকিং মার্কেট ওয়ার্ক ফর উইমেন এর উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়নের নারী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে এবং এমএমডাবিøউডাবিøউ প্রকল্পের টিডিইও আকবর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান এবং ভ‚মি কর্মকর্তা সালমা আক্তার। আরও বক্তব্য রাখেন এ্যাকশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার খাইরুজ্জামান এবং মনিটরিং ও ইভালুয়েশন টিম সাইদুল ইসলাম। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নারী উদ্যোক্তাদের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close