জেলার খবর
ধুনটে সাইলো বিতরণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনটে সাইলো (ড্রাম) বিতরণ করা হয়েছে। আধুনিক খাদ্র সংরক্ষণ (এমএফএসপি) প্রকল্পের আওতায় সোমবার সকালে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৮০০ পরিবারে মাঝে এ সাইলো বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন আধুনিক খাদ্র সংরক্ষন প্রকল্পের প্রতিনিধি আবুল কালাম, রুবেল আহম্মেদ ইউপি সচিব জানে আলম খোকন, ইউপি সদস্য বিপ্লব হোসেন, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহজাহান আলী, হান্নান, উজ্জ্বল প্রাং, জবা খাতুন, চায়না খাতুন, উদ্যেগতা বকুল ইসলাম ও সমাজসেবক তরিকুল ইসলাম প্রমুখ।