জেলার খবর
ধুনটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫
ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে মাদক সেবনকারী সহ ৫জনকে প্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে পৃথক অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো পূর্ব ভরণশাহীর মৃত. মজিবর রহমানের ছেলে মাদক সেবনকারী রফিকুল ইসলাম (২৫), একই গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে বাবু শেখ (২৮) বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাটিকোড়া গ্রামের মৃত. নজরুল ইসলাম মন্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৮), বিলকাজুলী গ্রামের সুনিলের ছেলে বিপ্লব ও মৃত. সুধির চন্দ্র দাসের ছেলে সুনিল।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার সকালে ২ মাদক সেবন কারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত সকলকেই আদালতে প্রেরণ করা হয়েছে।