জেলার খবরস্থানীয় খবর

ধুনটে লবন নিয়ে তুলকালাম কান্ড ৯ ব্যবসায়ী আটক: ১ জনের জরিমানা

Spread the love

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
সারাদেশে পেঁয়াজের দাম নিয়ে বাজারে হুলস্থুল কান্ড চলার মধ্যেই এবার বগুড়ার ধুনট উপজেলায় লবন নিয়ে তুলকালাম কান্ড শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে লবনের মুল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লে লবন কেনার হিড়িক পড়ে যায় এই উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। মুহুর্তের মধ্যে প্রতি কেজি লবন ৩০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকায় বিক্রি হতে থাকে।
পূর্বভরনশাহী গ্রামের এনামুল হক জানান, মঙ্গলবার দুপুরে লবনের দাম ১২০ টাকা বৃদ্ধি হচ্ছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। তাই তিনি তড়িঘরি করে ১৬০ টাকায় দুই কেজি লবন কিনেছেন। তবে শুধু এমানুল হকই নয় তার মতো শত শত মানুষ লবন কিনতে বাজারের বিভিন্ন দোকানে ভীড় জমায়। শুরু হয় ধুনট বাজার সহ বিভিন্ন এলাকায় নানা গুঞ্জন। এদিকে সংবাদ পেয়ে বাজার নিয়ন্ত্রন করতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা ও ধুনট থানার ওসি ইসমাইল হোসেন। মঙ্গলবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার ৯ জন ব্যবসায়ীকে আটক করেন। তারা হলেন, ধুনট বাজারের ব্যবসায়ী পশ্চিমভরনশাহী গ্রামের শাহজাহান আলীর ছেলে আব্দুল বারিক (৪৫), তার ছেলে বিদ্যুৎ হোসেন (২৩), অফিসারপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে ময়নুল ইসলাম (২৮), গাজিউর রহমানের ছেলে মিঠু মিয়া (৩৮), ঈশ্বরঘাট এলাকার নজরুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৫) ও কাজিপুরের হরিনাথপুর গ্রামের হুমায়ুন আহমেদের ছেলে রাসেল মাহমুদ (২০) সহ আরো তিন ব্যবসায়ী। এছাড়া মরিচতলা বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে লবন বিক্রির অভিযোগে আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৯ ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং ১ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, সারাদেশে পর্যাপ্ত লবন মজুদ রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রন করা হচ্ছে এবং এঅভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close