স্থানীয় খবর
শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির স্মরণ সভা ও দোয়া মাহফিল
ষ্টাফ রির্পোটার : বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি শেরপুর শাখার উদ্যোগে সমিতির মৃত সদস্যদের স্মরনে বুধবার দুপুরে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু,সংগঠনের জেলা কমিটির সভাপতি আলহাজ্ব নওয়াব আলী। সংগঠনের সদস্য মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমানের পরিচালনায় আরও বক্তব্যদেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব জয়নাল আবেদীন,মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক খাঁন প্রমুখ।