স্থানীয় খবর
শেরপুরে লবন বেশী দামে বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে ৬০ হাজার টাকা জরিমানা
ষ্টাফ রিপোর্টার : বগুড়া শেরপুরে গুজব ছড়িয়ে প্রায় দ্বিগুন দরে লবন বিক্রি করায় আকাশ দত্তের ভাই ভাই ষ্টোরে ৫০,০০০/- টাকা এবং আর একজনকে ১০,০০০/- টাকা মোট ৬০,০০০/- টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ জানান শেরপুর পৌরসভার বিভিন্ন বাজার শেরুয়া বটতলা বাজার, দুবলাগাড়ী বাজার, বাগড়া বাজার, কলেজ রোড বাজার, মহিপুর বাজার,গাড়ীদহ বাজার এবং আরডিএ বাজারে অভিযান চালিয়ে বাজার দর স্বাভাবিক রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে মোবাইল কের্টের অভিযান অব্যাহত থাকবে।