স্থানীয় খবর
শেরপুরে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধঃ যাত্রীদের ভোগান্তি
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বুধবার সকাল থেকে যাত্রী সাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা গেছে, বুধবার সকাল থেকেই কোন প্রকার পুর্ব ঘোষনা ছাড়াই শেরপুর থেকে বগুড়ামুখী করতোয়া গেটলক, গোসাইবাড়ী-বগুড়া, সোনামুখী বগুড়া বাস সার্ভিস ছাড়াও দুরপাল্লার যাত্রীবাহী কোচ সার্ভিস ও আন্তঃজেলা বাস চলাচল ও ট্রাকের চলাচল বন্ধ রয়েছে।
সকাল ৮ টার দিকে শেরপুর বাসষ্ট্যান্ডে কর্মবিরতি পালন করা শ্রমিকেরা জানান, নতুন আইনে তাদের গাড়ি চালানো সম্ভব নয়। তাই তারা বাধ্য হয়ে কর্মবিরতি শুরু করেছেন।