বগুড়ায় মুচলেকা দিয়ে ছাড়া পেল আটক ৪৪ লবণ ব্যবসায়ী
বগুড়া প্রতিনিধি: ভবিষ্যতে লবণের দাম বৃদ্ধি করে বিক্রি এবং গুজবে কান দিয়ে বাজারে অস্থিতিশীলতা তৈরী করবে না এমন মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বগুড়ায় আটক হওয়া ৪৪ লবণ ব্যবসায়ী। বুধবার জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) এর নির্দেশনায় তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
এর আগে মঙ্গলবার বিকেল থেকে চলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৪৪ জন লবণ ব্যবসায়ীকে আটক করা হয়। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধুনট উপজেলায় ১১ ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা, সোনাতলা উপজেলায় ৩ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সহ ৩৩ বস্তা লবণ জব্দ, সারিয়াকান্দি উপজেলায় ৪ ব্যবসায়ীকে ১০ হাজার ৪০০ টাকা জরিমানা সহ ৬ জনকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া, কাহালু উপজেলায় ৩ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা এবং শেরপুর উপজেলায় ৮ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, সদর থানায় আটক ১৭ জন লবণ ব্যবসায়ীকে সকাল সাড়ে ১১ টায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।