বগুড়া জেলা বার সমিতির নির্বাচনে ফারুক-নবাব পরিষদের প্যানেল পরিচিতি
বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা এ্যাডভোকেটস্্ বার সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট মনোনীত ফারুক নবাব পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মতিউর রহমান বার ভবনে এই প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিনিয়র আইনজীবী পিপি এ্যাড, আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড, রেজাউল করিম মন্টু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড, মকবুল হোসেন মুকুল, এ্যাড, লুৎফে গালিব আল জাহিদ মৃদুল, এ্যাড, নরেশ মুখার্জী, এ্যাড, আশিকুর রহমান সুজন, এ্যাড, আনোয়ার হোসেন পায়েল, এ্যাড, হেলাল উদ্দিন, প্যানেলের প্রার্থীদের মধ্যে সভাপতি এ্যাড, মোঃ গোলাম ফারুক, সহ-সভাপতি এ্যাড, মোঃ মাহবুবর রহমান ফারুক, এ্যাড, মোঃ রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক এ্যাড, মোঃ জাকির হোসেন নবাব, যুগ্ম সম্পাদক এ্যাড, এ.কে.এম রেজাউল করিম, এ্যাড, মোঃ লিমন সরকার, লাইব্রেরী ও সমাজকল্যান সম্পাদক এ্যাড, মোঃ ইউনুছ আলী, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড, মোঃ রিয়াজুল জান্নাত প্রিন্স, সদস্য এ্যাড, মোঃ আজিজুল হক ফিরোজ, এ্যাড, মোছা বেবী খাতুন, এ্যাড, এ.এফ.এম রাশেদুল হাসান রাসেল, এ্যাড,, মোঃ সফিকুল ইসলাম।