সরকার সবধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে-মজনু
ষ্টাফ রির্পোটার: বর্তমান আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক দেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ-এমন মন্তব্য করে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন, দেশে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় সব ধর্মের মানুষের ভূমিকা রয়েছে। তাই বর্তমান সরকার সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। ফলে যার যে ধর্ম তা নির্বিঘেœ পালন করছে। এতে কারো কিছু বলার নেই। গত মঙ্গলবার (১০সেপ্টেম্বর) রাতে বগুড়ার শেরপুর পৌরশহরের স্যানালপাড়াস্থ শ্রী শ্রী কালাচাঁদ মন্দির প্রাঙনে আয়োজিত ৬৪ প্রহর ব্যাপি শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কালাচাঁদ মন্দির কমিটির সভাপতি রণজিৎ কুমার কৈরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর পৌর সভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী মন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) হারুনার রশিদ, আ.লীগ নেতা সুলতান মাহমুদ, পৌর কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব, সাবেক পৌর কাউন্সিলর তাপস মালাকার প্রমুখ বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে প্রতিদিন হিন্দু-সম্প্রদায়ের দেশ বিদেশের অসংখ্য ভক্তবৃন্দ অংশ নিচ্ছেন। গত ০৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই লীলা ও যজ্ঞানুষ্ঠান চলবে আগামি ১৩ সেপ্টম্বর পর্যন্ত।