বিনোদন

আগামী বছর জয়ার বিয়ের ঘোষণা!

Spread the love

শেরপুর ডেস্ক: দীর্ঘদিন ধরেই ক্যারিয়ার নিয়ে নিবিষ্ট ছিলেন জয়া আহসান। এর ভেতরে দু-একটু খুচরো প্রেমের গুঞ্জন যে রটেনি, তা কিন্তু না। কিন্তু এবার একেবারে স্বীকার করলেন নিজের প্রেমের অবস্থান।
সম্প্রতি কলকাতার রোমান্টিক ছবি ‘রবিবার’ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আড্ডায় মেতেছিলেন এর তারকা প্রসেনজিত্ ও জয়া। সেখানেই নিজের প্রেমের কথা অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। সাাত্কারে কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে করবেন? এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘ওহ! আমার সম্পর্কে এতকিছু কে বললেন?’ এরপর প্রশ্ন রাখা হয়, তাহলে কী সংবাদটি গুজব?
জয়া বলেন, ‘না, আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনণ এখনও ঠিক হয়নি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close