রাজনীতি
সড়ক পরিবহন আইন নিয়ে বিএনপি রাজনীতি করছে
শেরপুর ডেস্ক: বিগত দিনে নিরাপদ সড়কের দাবিতে শিার্থীদের প্রতিটি আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপি। ওই সময় দলটির ভাষ্য ছিল, বর্তমান সরকার দেশে নিরাপদ সড়ক ব্যবস্থায় ব্যর্থ হয়েছে। তবে সরকার যখন নিরাপদ সড়ক করতে চালক ও পথচারী উভয়ের জন্য কঠোর বিধান যুক্ত করে সড়ক পরিবহন আইন ‘২০১৮’ কার্যকর করেছে, সেসময় দলটি বলছে- সরকার যে সড়ক আইন করেছে, তা বাস্তবসম্মত হয়নি! অর্থ্যাৎ দলটি এবিষয়ে দুই ধরণের বক্তব্যে দিয়ে সড়ক পরিবহন আইন নিয়ে রাজনীতি করছে বলে করছেন রাজনৈতিক বিশ্লেষককরা।