শেরপুরে মতবিনিময় সভায় মজনু বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকসন্মেলন সফল করুন
ষ্টাফ রির্পোটার: বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন বগুড়া এখন আওয়ামী লীগের ঘাঁটি। আগামীতেও এ ঘাঁটি ধরে রাখতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। কোন অপশক্তি যেন এই অগ্রযাত্রা ব্যহৃত করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন সফল করার জন্য সকল নেতা কর্মীদের প্রতি আহবান জানান। বৃহস্পতিবার বেলা ১১ টায় বগুড়ার শেরপুরে উপজেলা,পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গৌরদাস রায় চৌধুরী, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া,যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন,সহ সভাপতি নুর মোহাম্মদ মন্ডল,আয়নাল হক মাষ্টার, এমএ জিন্নাহ, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন,ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু সহ বিভিন্ন ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তারের দ্রæত রোগমুক্তি কামনা করা হয়।