শপথ নিলাম বিজয় না আসা পর্যনন্ত ান্ত হব না: ফখরুল
শেরপুর ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ বাংলাদেশে যখন গণতন্ত্র হরণ করা হয়েছে, গণতন্ত্র হত্যা করা হয়েছে, তখন মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বারবার করে মনে পড়ছে। আজকের এই দিনে মওলানা ভাসানীকালের পথকে অনুসরণ করে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। দেশে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে।’
রোববার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রীকে মুক্তির জন্য আজ নতুন করে আমরা শপথ গ্রহণ করলাম, বিজয় না হওয়া পর্যন্ত আমরা ান্ত হব না।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও শামসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।