শেরপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার রাণীনগর গ্রামে শুক্রবার বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রাণীনগর তারুন্য কাবের আয়োজনে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন গাড়ীদহ মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. দবির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, খামারকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, শেরপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এসএম ফেরদৌস, যুবলীগ নেতা আরিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ। বক্তব্য রাখেন গাড়ীদহ (পুর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণ, আবু হাসান, মো. শাহীন, আইয়ুব আলী সাজু, আসলাম হোসেন প্রমুখ।
খেলায় বোংগা শেখ রাসেল স্মৃতি সংসদ ২-০ গেমে পারভবানীপুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ইউপি সদস্য আসাদুদৌলা বুলু, নবাব আলী ও আব্দুর রাজ্জাক। শেষে প্রধান অতিথি বিজয়ী দলের ম্যানেজার কামরুল ইসলামের নিকট প্রথম পুরস্কার একটি গরু তুলে দেন। এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ বোংগা দলের অধিনায়ক টগরের হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়। ফাইনাল খেলা দেখতে কয়েক হাজার দর্শক ভীড় জমায়।