শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাম্পিয়ন বিশালপুর
ষ্টাফ রির্পোটার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্টে শেরপুরে চাম্পিয়ন হয়েছে বিশালপুর ইউনিয়ন দল। বুধবার বিকালে শেরপুর ডিজে হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা খানপুর ইউনিয়ন দলকে ১-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরনী সভা টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম প্রমুখ। এ সময় ,উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. মো. আমির হামজা, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম উপজেলা শিা অফিসার মিনা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামিম ইফতেখার, সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু , ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলার ধারাভাষ্য দেন প্রাক্তন খেলোয়ার আব্দুল খালেক,রেজাউল করিম ও সাইফুল ইসলাম। ম্যাচ সেরা খেলোয়াড় হন বিশালপুর ইউনিয়নের তরিকুল ইসলাম। পরে বিজয়ী ও বিজিতদল ও সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলাটি শতশত দর্শক উপভোগ করে।