শেরপুর সাহিত্য চক্রের ৫৭৯ তম পাক্ষিক অধিবেশনে “অন্ধকারে আলো” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
ষ্টাফ রির্পোটার: শেরপুর সাহিত্য চক্রের ৫৭৯ তম পাক্ষিক অধিবেশন ২২ নভেম্বর শুক্রবার বিকাল ৩.০০টায় বর্ষীয়ান কবি মুহম্মদ রহমতুল বারীর সভাপতিত্বে “শেরপুর টাউন কাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ”এর হলরুমে অনুষ্ঠিত হয়। অধিবেশনের শুরুতেই আবু সাঈদ ফকির রচিত “অন্ধকারে আলো” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশিত কাব্যগ্রন্থের উপর আলোচনায় অংশগ্রহন করেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, ডা:আমিরুল হোসেন চৌধুরী ও মো. আবু সাইদ ফকির, সঞ্চালনায় ছিলেন শেরপুর সাহিত্য চক্রের আহ্বায়ক সুলতান মাহমুদ রনি।
এরআগে স্বরচিত লেখা পাঠ করেন- ডা: মুহম্মদ রহমতুল বারী, দ্বীপ সরকার, খন্দকার মাহবুবুর রহমান রাংগা, আফরোজা নার্গিস সাথী, মো. আবু সাইদ সরকার, মো. আজিজুল হক, রফিক মো. ফিরোজ, মামুনুর রশীদ চৌধুরী, মো. সাহেব মাহমুদ, মীর এনামুল হক, মোস্তফা মোহাম্মাদ, মো. হাফিজুর রহমান, রাজিবুজ্জামান রাজিব, মো. এনামুল হক, সুমন মোহন্ত, শিমন রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- অধ্যক্ষ মো. আছাদুজ্জামান, মো. শহীদুল ইসলাম, মো. গোলাম রসুল, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ণ, লতিফ আদনান, মু. সাইফুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, নীলমাধব পাল, এম. আর. টি. আরজু, কে. এম. শামছুর রহমান, নুসরাত ফারহানা, নাশিতা কামাল জেমী, সুব্রত কান্ত তলাপাত্র, মো. মুসান্না হাবিব, মো. শাহীনুর রহমান, মোহাম্মাদ গোলজার হোসেন সহ আরো অনেকে। আলোচনায় অংশগ্রহণ করেন- সমালোচকের দায়িত্ব পালন করেন-ডা: আমিরুল হোসেন চৌধুরী ও হোমিও ডা. মিজানুর রহমান।