নন্দীগ্রামে কৃষকদের ধান সংগ্রহে লটারী
বগুড়া (নন্দীগ্রাম) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরকারি মূল্যে কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের জন্য কৃষি অফিসের দেওয়া সমগ্র উপজেলার কৃষকদের তালিকা অনুযায়ী লটারী করে কৃষকদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের অফিসে এ লটারী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আখতার বানু, উপজেলা কৃষি অফিসার মুহাঃ মশিদুল হক, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মুশফিকুর রহমান, বুড়ইল ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আশরাফুল আরিফিন, মডেল প্রেসকাবের সভাপতি আব্দুল বারিক উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, কৃষক আঃ সাত্তার, আঃ মোমিন, ফারুক হোসেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে উপজেলায় মোট আমন ধানের আবাদ হয়েছে ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার জানান এবার সর্বমোট ২৩৪৫ মেট্রিক টন আমন ধান সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে নিধারিত সময়ের মধ্যে সংগ্রহ করা হবে।