শেরপুরে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে সহ¯্রাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের রকমারি ফসলের বীজ-সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এসব বীজ-সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। তিনি কোন গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে বলেন, স্বাধীনতাবিরোধী চক্র আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় গুজব রটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। পেঁয়াজের মতো লবণ ও চাল নিয়েও গুজব ছড়িয়ে ফায়দা লুটতে চায়। কিন্তু ওই চক্রটির কোন ষড়যন্ত্রই সফল হবে না। তবে যে কোন ষড়যন্ত্র ও গুজবের ব্যাপারে সর্তক থাকার আহবান জানান তিনি।
উক্ত বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, আ.লীগ নেতা আলহাজ মকবুল হোসেন, কৃষকলীগ নেতা আশরাফুল আলম আইয়ুব খান, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, ভেটেরিনারী সার্জন ডা. মো. আবু রায়হান, কৃষি অফিসের কর্মকর্তা ছামিদুল ইসলাম, মাসুদ আলম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১হাজার ২৫০জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যের বীজ-সার তুলে দেন।