বগুড়ায় জেএমবির বিভাগীয় দুই প্রধান সহ গ্রেপ্তার ৪ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
শেরপুর ডেস্ক: বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকার মহাসড়কের পার্শ্বে থেকে শনিবার রাত ১টার দিকে পুরাতন জেএমবির রাজশাহী ও রংপুর বিভাগের দাওয়াতি বিভাগের প্রধান আতাউর রহমান ওরফে হারুন (৩৪) ও বায়তুল মাল প্রধান মিজানুর রহমান ওরফে নাহিদ (৪২) সহ চার জেএমবি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ হেডকোয়াটার্স এর এলআইসি শাখা।
রবিবার বেলা ১১ টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংকালে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এই তথ্য জানান। গ্রেপ্তারকালে তাদের নিকট থেকে ১টি পিস্তল সহ বোমা তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারকৃতর অন্য দুই পুরাতন জেএমবি নেতা হলো- গাইবান্ধা জেলার দায়িত্বশীল জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭) ও পুরাতন জেএমবির বগুড়া জেলার দায়িত্বশীল মিজানুর রহমান। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করেছে।